ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৫৭

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ জনে। আর এ সময়ের মধ্যে মোট ২ হাজার ৬১৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আরও জানানো হয়, মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজধানী ঢাকার ৫ জন এবং ৪ জন ঢাকার বাইরের।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৬১৭ জনের মধ্যে ঢাকায় ৬৩৩ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১ হাজার ৯৮৪ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৮৬৪ জনে।

 

বর্তমানে মোট ৯ হাজার ২৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৯৭১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ২৯৪ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ৬ হাজার ৫৪৪ জন।

 

২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।


২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

ads

Our Facebook Page